গোয়াইনঘাট প্রচ্ছদ

গোয়াইনঘাটে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২২অক্টোবর উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামে বিশাল মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬অক্টোবর গভীর রাতে পাইকরাজ গ্রামের আব্দুল মালিকের গোয়াল ঘর থেকে গরু চুরি করতে গিয়ে বাড়ির লোকজনের কাছে হাতেনাতে ধরা পড়ে এলাকার চিহ্নিত ও একাধিকবার জনতার হাতে আটক হওয়া চুর আব্দুল মতিন, আশিক মিয়া, ফুল মিয়া, বিলাল উদ্দিন, রব্বানী মিয়া ও আব্দুল গফফার। স্থানীয় জনতা হাতেনাতে ধরার পর চোরদের স্ব-শস্ত্র হামলায় হুশিয়ার আলী, এলোয়ার ও আব্দুর রব গুরুতর আহত হন। এমন ঘটনার খবর এলাকায় চাউর হলে আব্দুল মতিনের লোকজন ঘটনাস্থলে এসে পৌছে স্থানীয়দের সহযোগিতায় গ্রাম্য সালিশ বিচারের মাধ্যমে ঘটনাটি সমাধানের আশ্বাস দিয়ে সুকৌশলে আটক হওয়া চোরদেরকে ঘটনাস্থল থেকে ছাড়িয়ে নিয়ে যান।এ ঘটনায় সালিশ বৈঠকে নিষ্পত্তি না হওয়ায় আব্দুল মালিক বাদী হয়ে আব্দুল মতিনসহ ৬জনকে আসামী করে বিঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এ মামলার জের ধরে চলতি মাসের ১৫অক্টোবর গোয়াইনঘাট থানায় একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে আব্দুল মতিন (যার নং- ২১, তাং- ১৫-১০-২০২০)। এতে এলাকার হতদরিদ্র নিরাপরাধ লোকজনকে আসামী করে হয়রানী করছেন আব্দুল মতিন। আব্দুল মতিন এলাকার একজন চিহ্নিত অপরাধী। ইতিপূর্বে তিনি পাইকরাজ গ্রাম ফান্ড থেকে ১০হাজার ৬’শ টাকা নিয়ে আত্মসাৎ করেছিলেন যাহা এখনো ফেরৎ পাওয়া যায়নি। এছাড়াও তার ভাইয়ের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে টাকা আত্মসাতের একাধিক অভিযোগও রয়েছে। মানববন্ধনে কঠোর হুসিয়ারি উচ্চারণ করে ভূক্তভোগী অসহায় পরিবার গুলো জানান অবিলম্বে মামলাবাজ আব্দুল মতিনের দায়ের করা এসব মিথ্যা মামলা তুলে নিতে হবে। অন্যতায় সমগ্র  এলাকাবাসী মিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, পাইকরাজ গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী মাওলানা জহুর উদ্দিন, বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও পাইকরাজ বড় মসজিদের ক্যাশিয়ার মাওলানা বশির উদ্দিন, তাহির আলী, তোতা মিয়া, ছমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনফর আলী, আব্দুল খালিক, মোশাহিদ আলী, জসিম উদ্দিন, নিজাম উদ্দিন, বিলাল উদ্দিন, আব্দুল মালিক, মন্তাজ আলী, আব্দুল হাসিম, মাওলানা শোয়াইবুর রহমান, শ্রমিকলীগ নেতা উজ্জ্বল দেব, পবিত্র কুমার দেব, নিজাম উদ্দিন, আব্দুল মুতলিব, আব্দুলল্লাহ, ফরিদ আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা সেবুল আহমদ, বাবুল আহমদ, হাবিবুর রহমান, সয়বুর রহমান, ইউসুফ আলী, আকবর আলী, আজির উদ্দিন, ফাতিমা বেগম, পিয়ারা বেগম, জাহানারা বেগম, নেওয়ারুন নেছা, সাবেক মহিলা সদস্য অঞ্জলি রানী দেব প্রমুখ।

উল্লেখ্য এছাড়াও বৃহত্তর পাইকরাজ গ্রামের হাজারেরও বেশি নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *