গোয়াইনঘাট প্রতিনিধি:: দুর্গাপূজার মহা অষ্টমীর দিন বুধবার ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির একটি পূজামণ্ডপে কোরআন শারীফ পাওয়ার জের ধরে একদল লোক কোরআন শরীফ অবমাননার অভিযোগ তুলে পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুর চালায় এতে গত একসপ্তাহ ধরে হিন্দু সম্প্রদায়ের মন্দির-পূজামণ্ডপ-বাড়িঘরে হামলা ও সহিংসতার সার্বিক ঘটনা নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সকল ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১অক্টোবর) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা হলরুমে ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান’র সভাপতিত্বে ও সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, লাফনাউট মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ী, লাফনাউন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক চাক্তা, উপজেলা কেন্দীয় মসজিদের খতিব আমিনুর রশিদ, সেন্ট পেট্রিক ক্যাথলিক চারচ পুরোহিত ফাদার রনাল্ড গ্র্যাব্রিয়েল কস্তা, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কৃঞ্চ দে চন্দন, সাধারণ সম্পাদক দেবব্রত ভট্রাচার্জ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস নিতাই প্রমূখ।
