ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটে পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দুই যুবকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম আশিকুর রহমান (২৪)সে হাতিরখালের ফখর উদ্দিনের পুত্র। জানা যায় গতকাল বুধবার রাত আনুমানিক ৮ ঘঠিকার সময় মাতুরতল বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে আতর্কিত হামলায় গুরুতর আহত অবস্থায় আশিক উদ্দিন (২৪), ও শামছুদ্দিন আহমদ (২৬) নামে দুই যুবককে গোয়াইনঘাট মেডিক্যালে প্রেরন করা হয়, সেখানে অবস্থার অবনতি হলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ এর সার্বিক সহযোগিতায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করা হলে কর্তব্যরত ডাক্তার রাত ১ঘঠিকার সময় আশিকুর রহমানকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।
খবর পেয়ে তাৎক্ষণিক সরেজমিন পরিদর্শনে আসেন গোয়াইনঘাট থানার এস আই যীশু দত্ত, এস আই জুনেল ও এএসআই মশিউর রহমানসহ পুলিশের সিনিয়র অফিসাররাবৃন্দ। এরপর রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে সরাসরি জড়িত একই গ্রামের মৃত আব্দুস সালাম এর পুত্র শামীম আহমদ (৩৩) ও আব্দুর রহমানের পুত্র শাহাব উদ্দিন (৩২) কে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে অফিসার ইনচার্জ(তদন্ত) দিলিপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তবে এরিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যাক্তির মরদেহ সিওমেকের ফরেন্সিকে বিভাগ ময়না তদন্তের জন্য রাখা হয়েছে। এছাড়া সকাল দশ ঘঠিকায় নিহতের বাড়িতে তার পরিবারকে সান্তনা দেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন । এ নিয়ে এলাকার জনমনে আতংক বিরাজ করছে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।