খেলাধূলা গোয়াইনঘাট হোম

গোয়াইনঘাটে সাঙ্গ হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড়

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে সাঙ্গ হল দুইদিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড়। এলাকাবাসী শত বছরের ঐতিহ্য প্রতি বছরের উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং ৫ নং পুর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদ ও বারহাল এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ ঘোড়ার দৌড় অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক ঘোড়ার উপস্থিতিতে বুধবার বিকেলে খাষমৌজা উত্তর মাটে দৌড়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দিনব্যাপী দোড় শেষ বিকেলে বিজয়ী ঘোড়ার মধ্যে পুরস্কার বিতরন করা হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহমিলুর রহমান’র সভাপতিত্ব ও যুবনেতা বিলাল উদ্দিন’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন ৫নং পুর্ব আলীরগাঁও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, চারিকাটা ইউপির সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, যুবলীগ নেতা গোলাম করিম শামিম, ঘোড়ার দৌড় সিলেট জেলা পরিচালনা কমিটির সহ-সভাপতি সফিক আহমদ, সেক্রেটারী আশরাফ আলী, সুনামগঞ্জ জেলা সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারী লোকমান আহমদ, বিশিষ্ট ক্রীড়ানুরাগী আব্দুল হান্নান, প্রমুখ।দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় একেকটি ঘোড়া একাধিক বার দৌড়ে অংশ গ্রহন করে। এতে ১ম স্থান অধিকার করে সুনামগঞ্জের শাপলা নামক ঘোড়া, ২য় স্থান অধিকার করে সুনামগঞ্জের সোনার মুকুট নামক ঘোড়া, ৩য় স্থান অধিকার করে গোয়াইনঘাটের দোয়েল পাখি নামক ঘোড়া, ৪র্থ স্থান অধিকার করে কানাইঘাটের সভা সুন্দর নামক ঘোড়া । উল্লেখ্য যে, বৃটিশ আমল থেকে প্রতি বছর বারহাল এলাকায় নিয়মিত ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। আর এই ঘোড়ার দৌড় সামনে রেখে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। প্রত্যেকের বাড়িতে ঘটে মেহমানদের আগমন। সব মিলিয়ে আবাল বৃদ্ধ বনিতার মাঝে সৃষ্টি হয় আনন্দের বন্যা। আর অনুষ্ঠানস্থলে আশপাশ ৩/৪ উপজেলার অর্ধলক্ষাধিক ক্রীড়ামোদি মানুষেমানুষের সমাগম হয়। এছাড়া প্রতিটি ঘোড়ার সাথে ৩/৪ জন করে লকজন থাকে। এতে প্রায় ৩/৪ শত লোকজনের থাকা ও খাওয়ার ব্যবস্থা আয়োজক কমিটি করে থাকে। শৃংখলা বজায় রাখতে এলাকাবাসী শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করে থাকেন। দৌড় শেষে আনন্দ উল্লাস করতে করতে আগত লোকজন এবং ঘোড়ার মালিকগন অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *