গোয়াইনঘাট সিলেট হোম

গোয়াইনঘাটে স্ত্রী সন্তানসহ ৩ জনকে গলাকেটে হত্যা ! একজনের অবস্থা আশংকাজনক

গোয়াইনঘাট প্রতিনিধিঃ- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে একই পরিবারের ৩জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এছাড়াও গুরুতর আহত অবস্থায় আরোও একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, উপজেলার বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩৫), এবং (৯) বছরের ছেলে মিজান, ৪ বছরের শিশু আনিছার মরদেহ গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেই সাথে আলিমার স্বামী হিফজুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরণ করা হয়েছে। তার শরীরেও দেশীয় অস্ত্র (বটির) একাধিক কুপ রয়েছে বলে। একই পরিবারের ৩সদস্যর নিহত এবং একজন গুরুতর আহতের ঘটনা খতিয়ে দেখছে থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টায় এরির্পোট লেখা পর্যন্ত থানা পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি তবে এমন নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *