গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন নির্বাচনে গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদে ঘোড়া প্রতিকধারী আলহাজ্ব গোলাম কিবরিয়া রাসেল আজ শনিবার দিনভর গণসংযোগ আর প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন। নেতাকর্মী ও সমর্থক বেষ্টিত হয়ে বিকেল ২টায় নিজ ইউনিয়নের নিয়াগুল গ্রাম থেকে শুরু করে জাতুগ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রাম সমুহে গণসংযোগ প্রচারনা চালান তিনি।এসময় তিনি একটি আদর্শ ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষে দলমতের উর্ধ্বে ওঠে সবাইকে ঘোড়া প্রতিকে ভোট দেয়ার আহবান জানান। পাশাপাশি অবহেলিত লেঙ্গুড়া ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো ভবিষ্যতে যাতে দ্রুত বাস্তবায়ন হয় এ জন্য আসন্ন ২৮নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে তার ঘোড়া প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে জনসাধারণের প্রতি উদার্থ আহবান তিনি। লেঙ্গুড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিকল্পনার সঠিক বাস্তবায়ন পেতে ঘোড়া প্রতিকধারী প্রার্থীকে বিজয়ী করণের কোন বিকল্প নেই। গণসংযোগকালে গোলাম কিবরিয়া রাসেল বলেন, আপনাদের মহামূল্যবান ভোটে আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আপনাদেরকে সাথে নিয়ে দ্রুততার সহিত এই ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। অহিংস ও সহনশীলতার সহিত ইউনিয়নের জনসাধারণের প্রতি সেবার মানসিকতা দেখিয়ে কাজ করবো। গণসংযোগ চলাকালে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দুর রহমান, আঃ ছুবহান, বুরহান উদ্দিন, আলকাস আলী, আঃ রহমান, হারুনুর রশিদ, মুহিবুর, আব্দুল্লাহ, তাজ উদ্দিন প্রমুখ।
