কোম্পানীগঞ্জ প্রচ্ছদ

গোয়াইনঘাটে হাওর দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ: রাবার বুলেট নিক্ষেপ ২৭জন আটক

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটেটলর গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুরা ইউনিয়নের নিয়াগুলস্থ হাওড় দখলকে কেন্দ্র করে ১৪ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শনিরগ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২৭ জন দাঙ্গাবাজকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

হাওড় দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার সংবাদ শুনে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ ও গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে বিপুল সংখ্যাক অফিসার ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে উভয় পক্ষ পুলিশের অনুরোধ উপেক্ষা করে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।এক পর্যায়ে বড় ধরনের রক্তপাত কিংবা প্রানহানি এড়াতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় পুলিশ মোট পনের রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করার এক পর্যায়ে উভয় পক্ষ পিছু হটে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সংঘর্ষের ঘটনায় জড়িত উভয়পক্ষের মোট ২৭ জন দাঙ্গাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশের তাৎক্ষনিক উপস্থিতি এবং তড়িৎ পদক্ষেপে বড় ধরনের প্রানহানি থেকে রক্ষা পেয়েছে বলে এলাকার সাধারন মানুষ পুলিশের ভূমিকার প্রশংসা করেছে।পরবর্তীতে সংঘর্ষের ঘটনায় শনির গ্রামের হাফিজ উল্লাহ (৪৫) এবং আব্দুস সাত্তার (৪০) বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। মামলা দুটির আসামী হিসেবে ২৭ জন কে আজ আদালতে প্রেরন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান,গোয়াইনঘাটে নিয়াগুল হাওড় দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে তাৎক্ষনিক বিপুল সংখ্যাক অফিসার ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এঘটনায় এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে চিহ্নিত দাঙ্গাবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এঘটনায় গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায় জানান, হাওর দখলের চেষ্টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ২৭জনকে আটক করেছে। থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার আটকদ্বয়দের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *