ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: ৩১জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২টি ইউপির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭জন সাধারন সদস্য ও ৬জন সংরক্ষিত মহিলা সদস্যগনকে- শপথ বাক্যপাঠ করান গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান। এতে উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন এবং ১০পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নির্বাচিত সকল সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথে অংশ গ্রহণ করেন।শপথ গ্রহন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, সদ্য নির্বাচিত ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া হেলাল, ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামসহ সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শপথ বাক্য শেষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে বাংলাদেশের রূপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী নানা পরিকল্পনার সুফল এখন মানুষের দোরগোড়ায়। মানুষের গড় আয়ু, জীবনযাত্রার মানোন্নয়ন, বিভিন্ন কাজে ডিজিটালাইজেশন, সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের গুণে। বিগত বছরে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।এতে সহযোগীতা করছেন জনগনের ভোটে নির্বাচিত এবং দেশের সচেতন মহল। ইউপি সদস্যরা জনগনের সুখ, দুঃখে পাশে থেকে সরকারের সকল নিয়ম কানুন মেনে এলাকার উন্নয়ন অগ্রযাত্রায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে তিনি আশাবাদী।
