আইন-বিচার গোয়াইনঘাট প্রচ্ছদ

গোয়াইনঘাটে ২বৎছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক অত্বপরঃ জেলে

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের সার্বিক তত্বাবধানে ১২বছর থেকে পলাতক ২বৎছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়, থানার এএসআই সুফিয়ান সঙ্গীয় ফোর্সদের নিয়ে কোম্পানিগঞ্জ থানার জিআর-২৪/০৬, ধারা-৩৭৯/৪১১ এর ২বৎসরের সাজাপ্রাপ্ত এবং বিগত ১২বছর থেকে পলাতক আসামি মোঃ হোসেন মিয়া(৩০)কে উপজেলার রুস্তমপুর কলেজের সামনে থেকে বৃহস্পতিবার সকাল ১১টায় গ্রেফতার করা হয়। সে উপজেলার গোজারকান্দি গ্রামের মোঃ গৌছ মিয়ার পুত্র।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায় ডেইলি গোয়াইনঘাটকে মোঃ হোসেন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধী এবং অপরাধ দমনে থানা পুলিশের নিরংকুশ দ্বায়িত্ব পালনে পুলিশ স্বার্বক্ষনিক তৎপর রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা হাজত থেকে আটক মোঃ হোসেন মিয়াকে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *