ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ’র দিক নির্দেশনায় উপজেলার জাফলং সোনাটিলা থেকে ২০বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই রাজিব রায় সঙ্গীয় ফোর্সদের নিয়ে জাফলংয়ের সোনাটিলা এলাকার অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ বোতল অফিসার চয়েস মদ নিয়ে ১জনকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার কাপনা কান্দি গ্রামের হারিস আলীর পুত্র মোঃ মাঈনুল ইসলাম (৪০)। সে বর্তমানে জাফলংয়ের সোনা টিলায় মোহাম্মদ আলীর ভাড়া টিয়া বাসায় বসবাস করে আসছে। পুলিশ জানায় দির্ঘ দিন থেকে সে মাদক ব্যাবসার সাথে জড়িত রয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ ২০বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ মাঈনুল ইসলামকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক,জোয়াসহ যে কোন অপরাধ নির্মুলে গোয়াইনঘাট থানা পুলিশ সার্বক্ষনিক তৎপর রয়েছে। সেই সাথে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক মাঈনুল ইসলাম থানা হাজতে রয়েছে। আজ রবিবার জেল হাজতে প্রেরণ করা হবে।