গোয়াইনঘাট প্রতিনিধি:: ২৭টাকা কেজি দরে ১০৪৩ মেট্রিকটন অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সারা দেশে ইতিমধ্যেই সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। ধান ক্রয়ে কৃষক নির্বাচনের ফলে মধ্যস্বত্বভোগী থাকার কোন সুযোগ নেই। যদি কেউ ধান ক্রয়ে অনিয়ম করে তাহলে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে। রবিবার ২মে সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদাম চত্বরে উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান ক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান উপরোক্ত কথাগুলো বলেছেন।গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ কর্তৃক আয়োজিত অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অনুষ্ঠানে এ-সময় বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলী, গোয়াইনঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুপক রঞ্জন তালুকদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মোঃ আফসর আলী প্রমূখ।
