ডেইলি গোয়াইনঘাট ডেস্ক: গোয়াইনঘাটে ২৮৮ কৃষি পরিবারের মাঝে বীজ ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতি ইঞ্চি জায়গা আবাদের আওতায় নিয়ে আসা ও পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় প্রতি ইউনিয়নে ৩২ টি পরিবার উপজেলায় মোট ২৮৮ পরিবারকে ১৪ প্রকারের সবজি বীজ, জৈব সার, বেড়া তৈরি ও পরিচর্যা বাবদ ১৯৩৫ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়।
উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুবাষ চন্দ্র পাল ছানা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোয়াজ্জমে হোসেন, আব্দুল মান্নান প্রমুখ।