আইন-বিচার গোয়াইনঘাট হোম

গোয়াইনঘাটে ৫৫পিছ ইয়াবাসহ যুবক গ্রেফতার: আত্মপর কারাগারে

গোয়াইনঘাট প্রতিনিধি :: মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের লাখের পাড় এলাকা থেকে ৫৫পিছ ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ। আটক ব্যাক্তি বল্লাপুঞ্জি গ্রামের কুষ কান্ত বিশ্বাসের ছেলে কুমার কান্ত বিশ্বাস (৩৫)।পুলিশ সূত্র জানায়, গতকাল (৬সেপ্টেম্বর) মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবির ও এএসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যাবসায়ী কুমার কান্ত বিশ্বাস (৩৫)কে আটক করা হয়। আটক কালে তার হেফাজতে থাকা ৫৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করে পুলিশ।এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম ইয়াবাসহ এক ব্যক্তি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন’র দিক নির্দেশনায় গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যাক্তির বিরোদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি মাদকমুক্ত গোয়াইনঘাট উপজেলা বিনির্মানে গোয়াইনঘাট থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *