ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং চা-বাগানস্থ এলাকা থেকে ৬০পিছ ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ। আটক ব্যাক্তি জাফলং’র ছৈলাখেল ৮ম খন্ড গ্রামের মোঃ নশু মিয়ার পুত্র রজব আলী(২২)।পুলিশ সূত্র জানায়, গতকাল ২২সেপ্টম্বর দিবাগত রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই লিটন রায়, এএসআই মারুফ হোসেন সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যাবসায়ী রজব আলী(২২)কে আটক করা হয়। আটক কালে তার কাছে থাকা ৬০পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করে পুলিশ।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব ইয়াবাসহ এক ব্যক্তি আটকের সত্যতা নিশ্চিত করে ডেইলি গোয়াইনঘাটকে বলেন, সিলেটের মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যাক্তির বিরোদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদকমুক্ত গোয়াইনঘাট উপজেলা বিনির্মানে গোয়াইনঘাট থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
