ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: (কোভিট ১৯) করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে দেশের এ দুর্যোগময় মূহুর্তে গৃহবন্দী কোটি কোটি মানুষের সময় কাটছে কর্মহীনভাবে। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলো। দেশের এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্ন আয়ের দিনমজুর মানুষ গুলো। আর গৃহবন্দী মানুষ গুলোর পাশে দাড়াতে সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামীলীগ গোয়াইনঘাট উপজেলা শাখারা উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের গরিব, অসহায় , গৃহবন্দী দিনমজুর পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ।
৭এপ্রিল মঙ্গলবার বিকেল ৪টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলার ১২শতটি অসহায় গরিব পরিবারের মাঝে চাল, ডাল, পেয়াজ, তৈল, আলু, সাবান বিতরণকালে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যাক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে ত্রান বিতরণকারী টিম ব্যাতিত সবাইকে যার যার ঘরে থাকার অনুরোধ করছি। তিনি আরোও বলেন, সরকারের নিকট যথেষ্ট ত্রাণ সামগ্রী রয়েছে। যারা এখনো ত্রান সামগ্রী পাননি তারা অপেক্ষা করুন ক্রমান্বয়ে আপনার/ আপনাদের দরজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাষ্টার ইসমাইল আলী, সহ-সভাপতি গোলাপ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল হাসান, কুষাধক্ষ নজরুল শিকদার, উপজেলা আওয়ামী লীগ’র সদস্য ফারুক আহমদ, শাহাব উদ্দিন, সুবাস দাস, উপজেলা যুবলীগের সদস্য মোঃ নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল,ছাত্রলীগের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বানী প্রমূখ।