ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ৭নং নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ আঙ্গাজুর গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ
খোয়াজ আলীর মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম। এছাড়াও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ,সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ গোলাপ মিয়া,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম, এ,মতিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃলুৎফুর রহমান, নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃওসমান গনি প্রমুখ। গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিসহ নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ খোয়াজ আলী আজ ১১ এপ্রিল (শনিবার) সকাল (৭.২০) মিনিটে আঙ্গারজুর পূর্ব পাড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেন।