গোয়াইনঘাট প্রচ্ছদ

গোয়াইনঘাট উপজেলা পরিষদের উদ্যোগে ৪ লক্ষ টাকার ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: গোয়াইনঘাট  উপজেলা পরিষদ কর্তৃক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব প্রতিরোধে গৃহে অবস্থানরত দুস্থ, অসহায়, কর্মহীন ও গরীব পরিবারের মধ্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের উদ্যোগে ৪ লক্ষ টাকার ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার উপজেলার ৫টি ইউনিয়নের ১১০০ প্যাকেটের মধ্যে প্রায় ৫০০ পেকেট ঈদ সামগ্রী সরবরাহ করা হয়েছে। অপর ৪টি ইউনিয়নে আগামী কালকের মধ্যেই পৌঁছানো হবে।

সোমবার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার ৪টি ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝর, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল খায়ের, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রফিক আহমদ প্রমুখ।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, প্রতিটি ইউনিয়নের নিম্ন আয়ের অসহায় পরিবারের মাঝে উপজেলা পরিষদকর্তৃক ঈদ সামগ্রী বিতরণ করতে সকল ইউপি চেয়ারম্যানবৃন্দকে অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *