ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদর সংলগ্ন গোয়াইনঘাট বাইপাস-গোয়াইনঘাট সরকারি কলেজ পর্যন্ত ১.৫ কিলোমিটার রাস্তার সংস্কার কাজের উদ্যোগ নিয়ে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর শতাধিক অফিসার, গোয়াইনঘাট থানা পুলিশ, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী এবং পরিবহন শ্রমিক সংঠনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তায় চলাচল উপযোগী করেছে গোয়াইনঘাট উপজেলা পরিষদ।পাহাড়ী ঢল আর অতিবৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যায় প্লাবিত হয়ে ঘরবাড়ি, গবাদিপশুসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে এতে সকল প্রকার যানচলাচল ও পথচারী চলাচলে অনুপযোগী হয়ে পড়ে গোয়াইনঘাট-সালুটিকর রাস্তাটি। বন্যার পানিতে রাস্তার বিভিন্ন জায়গায় ছোট বড় গর্ত সৃষ্টি হয়। আর এই গর্তগুলোর কারনে উপজলো সদরের সাথে বিভিন্ন ইউনিয়নের যোগাযোগ ব্যাবস্থা অনুপযোগী হওয়ার কারণে মানুষজন পড়ে দুর্ভোগে। ঠিক ঐসময়ে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান’র উদ্যোগে রাস্তার ছোট ছোট কাজ করা সম্ভব বলে জনসাধারণকে উৎসাহিত করে সকল শ্রেনী পেশাজীবিকে নিয়ে রাস্তা সংস্কারের কাজে যোগ দেন। মঙ্গলবার (২৪শে জুন) সকাল ১০ঘটিকায় প্রায় তিন শাতাধিক লোক মিলে গোয়াইনঘাট বাইপাস-গোয়াইনঘাট সরকারি কলেজে পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ করেন।পরিবহন শ্রমিক সংঠনের নেতৃবৃন্দরা জানায়, বন্যার পানিতে রাস্তায় ছোট বড় গর্তের সৃষ্টি হওয়ার কারণে মানুষদের চলাচলের অনেক অসুবিধা হচ্ছে। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান’র মহতী উদ্যোগে আমরা সবাই মিলে আজ সেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি সংস্কার করতে সক্ষম হয়েছি।
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, আকষ্মিক বন্যায় গোয়াইনঘাটের অন্যান্য স্থাপনার সাথে রাস্তা ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সকল স্থাপনা মেরামতে প্রয়োজনীয় বরাদ্দ নিয়ে কাজ করছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। গোয়াইনঘাট সদর ইউনিয়ন’র বাইপাস মোড় থেকে সরকারি কলেজ পর্যন্ত ১.৫ কিলোমিটার রাস্তা প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল ১০ঘটিকা হতে বাংলাদেশ সেনাবাহিনীর শতাধিক অফিসারদের অংশ গ্রহণে এবং স্থানীয় নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিক সংঠনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে এ রাস্তা চলাচল উপযোগী মেরামত করার কাজ শুরু করা হয়েছে। এ সময় আমরা গোয়াইনঘাট বাইপাস হতে কলেজ পর্যন্ত হেটে যাই এবং বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে চলমান কাজ পরিদর্শন করি। আমাদের এ কাজের সার্বিক তত্বাবধান করছেন উপজলোর সুযোগ্য নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা প্রকৌশলী, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলামসহ যারা স্বেচ্ছাশ্রমে অংশ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, ইতোমধ্যে উপজেলার অনেক রাস্তা স্থানীয় গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত করা হয়েছে। আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। গোয়াইনঘাট বাইপাস-গোয়াইনঘাট সরকারি কলেজের রাস্তাটির বড় বড় গর্তগুলোতে আপাতত বালু এবং কংক্রিট দিয়ে ইটের সলিং করে যাত্রী সাধারণ ও যানচলাচলে উপযোগী করা হয়েছে। গোয়াইনঘাট-সালুটিকর পর্যন্ত রাস্তাটি মেরামত করার কাজ মাননীয় মন্ত্রীর সক্রিয় বিবেচনাধীন রয়েছে। ইতোমধ্যে উপজেলা প্রকৌশলী রাস্তার প্রাক্ষলন তৈরী করে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেছেন আশা করি পরিস্থিতি অনুকূলে আসলে খুব শীগ্রই ঐ রাস্তার কাজের সূচনা হবে।
