গোয়াইনঘাট সারাদেশ

গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে যা থাকছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: অনাড়ম্বর আয়োজনে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হবে মহান স্বাধীনতা ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহণ করেছে।কর্মসূচীসমুহে সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি সম্মতি জানিয়েছেন।গৃহীত কর্মসূচীতে সূর্যদ্বয়ের সাথে সাথে তোপধ্বনি, সরকারি, আধাসরকারী, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবন সমুহে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১১টায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভায় অনুষ্ঠিত হবে। বাদ যোহর সুবিধাজনক সময়ে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া এবং প্রার্থনা করা হবে। এছাড়াও জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী প্রতিটি ইউনিয়নে চিত্রাঙ্কন, রচনা লিখন, ৭মার্চের ভাষন, কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গানের আয়োজন করা হবে। ১০১তম জন্মবার্ষিকীতে পুরো জাতি শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের।অপর দিকে এ আয়োজন নিয়ে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল জানান, ১৯৯৬ সালে প্রথম বাংলাদেশে জাতীয় শিশু দিবস পালন করা হয়। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দরদ ছিল অপরিসীম। তাই তাঁর জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়। ঐদিনে আমাদের প্রিয় বাংলাদেশকে শিশুদের জন্য নিরাপদ আবাসভূমিতে পরিণত করার নতুন শপথ নিতে হবে সবার। শেখ মুজিবুর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য গৌরবের। তাঁর এ গৌরবের ইতিহাস থেকে প্রতিটি শিশুর মাঝে চারিত্রিক দৃঢ়তার ভিত্তি গড়ে উঠুক এটাই জাতীয় শিশু দিবসের মূল প্রতিপাদ্য। বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালনে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে। উপরোক্ত অনুষ্ঠানমালায় উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা/  কর্মচারী এবং বাংলাদেশ আওয়ামী লীগ গোয়াইনঘাট উপজেলা শাখার অঙ্গ সংঘটনের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *