ডেইলি গোয়াইনঘাট ডেস্ক: সারা দেশেরন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবলীগের উদ্যোগ জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার প্রতিবাদে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তরা জঙ্গি তৎপরতায় লিপ্তদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা, জঙ্গিবাদ বিকাশের মূল কারণ চিহ্নিতকরণ ও উৎপাটন এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণসহ জঙ্গিবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।গোয়াইনঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ ফারুক আহমদ বলেছেন, জঙ্গিবাদ দেশ ও জাতির শত্রু। এর সাথে যারা জড়িত অচিরেই তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। সকল মানুষ একত্রিত হয়ে কাধে কাধ মিলিয়ে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে হলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা সবাই সচেতন হলে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক মোঃ শাহাব উদ্দিন, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মোঃ নজরুল ইসলাম, সুবাস দাস, মুজিবুর রহমান ( লাইব্রেরি) সুহেল আহমদ, গোলাম কিবরিয়া রাসেল, গোলাম করিম শামিম, আবুল খয়ের, জিয়াউল ইসলাম, কামাল হোসেন, ফয়ছল আহমদ, তাজুল ইসলাম, জয়নাল আবেদন, আজিজুল হক, মামুনুর রশীদ, মাসুক আহমদ, নাজিম উদ্দীন, মো. আলী হোসেন, রাশেদ আলী, সাহিদ আহমদ, আসলম উদ্দিন, বিলাল আহমদ, ইজ্জত উল্লাহ, রাজ্জাক আলী প্রমূখ।