আইন বিচার হোম

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারী আটক<>জেল হাজতে প্রেরণ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামী মা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে পুলিশের উপস্থিতিটের পেয়ে মামলার প্রধান আসামি শাহ আলম পলাতক রয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (১৯আগষ্ঠ) বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের বুগইলকান্দি গ্রামের মৃত ইরমান আলীর ছেলে প্রধান ওয়ারেন্টভুক্ত আসামী শাহ আলম (৪৯) এর স্ত্রী সেলিনা বেগম (৪০) ও তার স্বামী পরিত্যক্তা মেয়ে রুনা বেগম (২০)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সুত্র আরোও জানায়, উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের বুগইলকান্দি গ্রামের মৃত তসলিম আলীর ছেলে মাওলানা. নছিব উদ্দিন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার (জিডি নং-১১২৭, তারিখ-২১/০১/২০২১ ইং)। পরবর্তীতে থানা পুলিশ উক্ত অভিযোগখানা তদন্ত শেষে আদালতে একটি প্রতিবেদন দাখিল করলে। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে বিবাদীদের কোর্টে হাজির হওয়ার নির্দেশ প্রধান করেন। কিন্তু উপরোক্ত আসামিরা আদালতের নির্দেশনাকে অমান্য করলে গত (১৮আগস্ট) বুধাবার মামলার ধার্য্য তারিখেও আসামিরা উপস্থিত না হওয়ায় মহামান্য আদালত বিবাদীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। যার প্রেক্ষিতে গোয়াইনঘাট থানার এসআই মুস্তাক আহমদ, এসআই অজয়, এসআই নয়ন নারী কনস্টেবলসহ একদল ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করে মা-মেয়েকে গ্রেফতার করলেও মুলহুতা শাহআলম পলাতক রয়েছে।এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব প্রতিবেদককে জানান, পুলিশ উপজেলার বুগইলকান্দি গ্রামের মৃত ইরমান আলীর ছেলে প্রধান ওয়ারেন্টভুক্ত আসামী শাহ আলম (৪৯)’র স্ত্রী সেলিনা বেগম (৪০) ও তার স্বামী পরিত্যক্তা মেয়ে রুনা বেগম (২০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অপর দিকে এই মামলার প্রধান আসামি শাহআলমকে গ্রেফতার করতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আজ শুক্রবার গ্রেফতারকৃত মা ও মেয়েকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *