ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ দুই সহোদরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০আগস্ট) রাতে তাদের আটক করে থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের মৃত ছয়ফুল আলমের ছেলে আলিম উদ্দিন (৩০) এবং তার ছোট ভাই হালিম উদ্দিন (২০)।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক এসআই মাসুম আলম, সহকারি উপ-পরিদর্শক এএসআই রুহুল আমিন ও এসআই আবু সুফিয়ানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করে লেঙ্গুড়া এলাকা থেকে ভারতীয় মদসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভারতীয় ৪৮ বোতল অফিসার চয়েজ মদের চালান উদ্ধার করা হয়।
এবিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ সত্যতা নিশ্চিত করে ডেইলি গোয়াইনঘাটকে বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় সিলেট জেলাকে মাদক মুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৪৮ বোতল ভারতীয় মদসহ দুই সহোদরকে আটক করেছে। আটক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে। অপর দিকে মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকদ্বয়দয় থানা হাজতে রয়েছে আজ জেল হাজতে প্রেরণ করা হবে।