গোয়াইনঘাট প্রচ্ছদ

গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে ইউএনও নাজমুস সাকিবকে বিদায়ী সংবর্ধনা

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বুধবার (৮নভেম্বর ) বিকেল ৪টায় গোয়াইনঘাট থানা পুলিশ ব্যারাকের মিলনায়তনে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ’র সভাপতিত্বে ও থানার উপ-পরিদর্শক এসএআই যীশু দত্ত’র পরিচালনায় বিদায়ী অনুষ্ঠান উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য গোলাম কিবরিয়া রাসলে, থানার ইন্সপেক্টর তদন্ত দিলীপ নাথ, থানার সেকেন্ড অফিসার প্রলয় রায়, এএসআই সালাহ উদ্দিন, এসআই আতিকুজ্জামান জুনেল, এএসআই রাজিব রায়, এএসআই আবু সুফিয়ান, এসআই মাসুম আহমদ, এসআই দেবজিৎ দাস, এএসআই রুহুল আমীন, এএসআই রাজিব রায়, এসআই আবুল হোসেন, এএসআই নুরুল আমিন, এএসআই মুস্তাক, এএসআই মিজানুর রহমান প্রমূখ।সভাপতির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, ইউএনও নাজমুস সাকিব উপজেলার একজন আইকন অফিসার যার কর্মদক্ষতা ও নানাবিধ গুণের কারণে তিনি ইতিপূর্বেই ডিপার্টমেন্টের মুখ উজ্জ্বল করেছেন। উনার বিদায়ান্তে থানার সকল পুলিশ অফিসার ও আপামর গোয়াইনঘাটবাসী তার কর্মের মূল্যায়ন করে ভালবাসার বন্ধনে আবদ্ধ করে সম্মানিত করছেন যা অত্যন্ত আনন্দের। কলের ঐকান্তিক প্রচেষ্টা আর সহযোগিতার মাধ্যমে গোয়াইনঘাট উপজেলা একটি শান্তির জনপদে পরিণত করতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। আমার জানামতে তিনি দায়িত্ব পালন কালে কোন ধরনের অন্যায় কর্মকাণ্ডকে প্রশ্রয় দেননি। কর্মকালীন সময়ে উপজেলার নির্যাতিত ভুক্তভোগীরা উপজেলায় এসে দ্রুত আইনি সেবা পেয়েছেন।অনুষ্ঠানে বিদায়ী অতিথি ( ইউএনও) মো. নাজমুস সাকিব বলেন, গোয়াইনঘাটে একবছরেরও কম সময়ে দায়িত্ব পালনকালে রাজনৈতিক মহল জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধিজন, ব্যবসায়ী, আলিম-উলামাসহ সর্বস্তরের মানুষের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। যার কারণে গোয়াইনঘাটের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। গোয়াইনঘাটের মানুষ অত্যন্ত সহজ সরল, উপজেলার প্রত্যেকটি কাজে আমাকে সহযোগিতা করে ছিলেন যা আমি কখনো ভুলবনা। অপর দিকে দায়িত্ব পালনকালীন সময়ে কাউকে কোন ধরনের দুঃখ-কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠান শেষে গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদানসহ ফুলের তোড়া দিয়ে বিদায়ী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন কনস্টেবল আলমগীর হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *