ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: বাঙালির ইতিহাসে অনেকগুলো দিন আছে যা আমাদের মনে রাখতে হবে। ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন। ১০ লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি দস্যুদের কামান-বন্দুক-মেশিনগানের হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐ দিন বজ্রকণ্ঠে ঘোষণা করেন—এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। পরে আন্দোলনমুখর পরিস্থিতিতে ঘনিয়ে এলো ৭ই মার্চ। উপস্থিত সবার দৃষ্টি ৭ই মার্চের দিকে। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে কী বলবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? ভাবিয়ে তুলল পাকিস্তানের সামরিক চক্রকেও। কারণ তারা বুঝে গেছে বাংলাদেশের মানুষের ওপর তাদের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না।পরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালী জাতি তথা বাংলাদেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল। ভাষণটি ছিল বাঙালী জাতির স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধুর আহবানে সেদিন স্বাধীকার আন্দোলনে বাংলার ৩০লাখ মানুষ শহীদ হয়েছিলেন। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটির কারনেই আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে নিজেদের স্থান করে নিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ উপরোক্ত কথাগুলো বলেছেন।
রবিবার (৭ইমার্চ) বিকেল সাড়ে ৩টায় গোয়াইনঘাট থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত আনন্দ উদযাপন সভায়। গোয়াইনঘাট থানার এএসআই বেলাল হোসেনের পরিচালনায় এবং থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দিলিপ নাথের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ ইব্রাহিম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ৫নং আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিনিয়র সহভাপতি মোঃ মিনহাজ উদ্দিন, থানার সেকেন্ড অফিসার প্রলয় রায়, এএসআই সালাহ উদ্দিন, এএসআই আবু সুফিয়ান, এসআই মাসুম আহমদ, এসআই দেবজিৎ দাস, এসআই আবুল হোসেন, এএসআই নুরুল আমিন, এএসআই মুস্তাক প্রমূখ। উল্লেখ্য বিকেল ৩টায় বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতীসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেক কেটে আনন্দ উদযাপনের সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
