ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সিলেট-৪ আসনের সংসদ মন্ত্রী ইমরান আহমদ এমপি ও সাবেক প্রোভিসি (ঢাবি) ড. নাসরিন আহমদ’র করোনা পজেটিভ হওয়ায়। গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে আজ শুক্রবার (৬নভেম্বর) বাদ জুমার নামাজের পর থানা মসজিদে মন্ত্রী ইমরান আহমদ ও সহধর্মীনি ড. নাসরিন আহমদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।উল্লেখ্য বুধবার (৪ নভেম্বর) প্রবাসি কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এর চারদিন আগে মন্ত্রী ইমরান আহমদ এর সহধর্মিনী অধ্যাপক নাসরিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হলেও শারীরিকভাবে তেমন কোনো জটিলতা নেই বলে মন্ত্রী ইমরান আহমদ’র একান্ত সচিব কবির আহমদ সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।
সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সার্কেল মোঃ নজরুল ইসলাম পিপিএম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, থানার এসআই মোঃ আব্দুল মান্নান, এসআই আতিকুজ্জামান জুনেল, এসআই মতিউর রহমান, এসআই আবুল হোসেন, এসআই আব্দুল আহাদ, এএসআই সুফিয়ান আহমদ, কনস্টেবল কামাল হোসেন প্রমূখ।