ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সারা দেশেরন্যায় যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ গোয়াইনঘাট উপজেলা শাখার অঙ্গ সংঘটনের সকল নেতৃবৃন্দরা দেশের জাতীয় পতাকা উত্তোলন শেষে সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী র্যালী শেষে সকাল ১১টায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, আজ ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী। সরকারিভাবে দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবে উদ্যাপিত হয়ে থাকে। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি। তাই আসুন, শিশুদের কল্যাণে আমরা বর্তমানকে উৎসর্গ করি। মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি। দলমত-নির্বিশেষে সকলে মিলে বঙ্গবন্ধুর ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার ইসমাইল আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাৎ আফিসা বেগম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচীর মধ্য রয়েছে বাদ যোহর সুবিধাজনক সময়ে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া এবং প্রার্থনা। এছাড়াও জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী প্রতিটি ইউনিয়নে চিত্রাংঙ্কন, রচনা লিখন, ৭মার্চের ভাষন, কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গান।
অপর দিকে দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাট প্রেসক্লাবে মাঠে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংঘটনের উদ্যোগে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার ইসমাইল আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাৎ আফিসা বেগম, উপজেলা যুবলীগ’র আহবায়ক ফারুক আহমদ, সেচ্ছাসেবকলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, গোলাম করিম শামিম, সালেহ আহমদ, মুজিবুর রহমান, নুরুল মুমিন যাহেদ, হেলাল আহমদ, জুবের আহমদ, রশিদ আলী, আবদুল কাদির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রমূখ। উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি গোলাম রাব্বানী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়ান প্রমূখ।
