ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটর গোয়াইনঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৫বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।পুলিশ সুত্রে জানাযায়, রবিবার (২৪ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলাধীন গোয়াইনঘাট-সালুটিকর রাস্তার গোয়াইনগ্রাম এলাকা দিয়ে। একটি লাগেজ ভর্তি মাদকের চালান পাচার হচ্ছে মর্মে সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় লাগেজ ভর্তি ১৫বোতল ভারতীয় মদসহ গাজীপুর জেলার পূর্বটংঙ্গী থানার পূর্ব আরিফপুর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে জহিরুল ইসলাম সজিব (২০)কে আটক করতে সক্ষম হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ মাদকসহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বড় একটি চালান আসছে এমন সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করতে সক্ষম হয়। মাদকমুক্ত গোয়াইনঘাট উপজেলা বিনির্মানে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।