ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: ঐতিবাহী বিদ্যাপিঠ গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে কলেজ মিলনায়তনে
পরিচালনা কমিটির সভা কলেজ মিলনায়তনে গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ও রজতজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মো ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ, ট্রাফিকের ইন্সপেক্টর মারিকুল ইসলাম।
গোয়াইনঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দে, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, শামীম আহমদ, দেলওয়ার হোসেন বাবর,শরিফুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, কলেজের সাবেক ছাত্র মনির উদ্দিন, মো: নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া সাত্তার, জাহাঙ্গীর আলম, সুবাস দাস, গোলাম কুদ্দুস কামরুল প্রমুখ। সভায় গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ও রজতজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মো ফজলুল হক জানান,উত্তর সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠান ২৫ জানুয়ারী শনিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হইবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম,এ,মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রনালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার,মাহমুদ উস সামাদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের এমপি, শামীমা আক্তার খানম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড নাসির আহমদ,পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চল প্রফেসর হারুন অর রশিদ, সিলেটের জেলা প্রশাসক, এম,কাজী এমদাদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, এতে স্বাগত বক্তব্য রাখবেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক,
এসময় সভাপতিত্ব করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ও রজতজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মো ফজলুল হক।