নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর- গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্ট থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
গোপন সংবাদের শনিবার সকাল সাড়ে ৬টায় গোয়াইনঘাট থানার এসআই জুনেল ও এএসআই মোঃ সুফিয়ান মিয়া সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে ওই তিন মাদক ব্যাবসায়ীসহ ১০০ বোতল ফেনসিডিল ধরতে সক্ষম হন।
আটক মাদক ব্যাবসায়ীরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার মনুর পার গ্রামের সিদ্দিক আলীর ছেলে মাসুক মিয়া (২৮), গোয়াইনঘাট উপজেলার পাতলিকোনা খালপার গ্রামের আব্দুল মতিনের ছেলে দিলোয়ার হোসেন (২৯) ও একই উপজেলার লামনি গ্রামের ফয়জুর রহমানের ছেলে আব্দুল মালিক (২৩)।
এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে পুলিশ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।