গোয়াইনঘাট হোম

গোয়াইনঘাট ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি :: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা প্রসাশন ও সমবায় কার্যালয়ের উদ্দ্যেগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র‌্যালি বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় উপজেলা প্রাঙ্গনে এসে মিলিত হয়। শনিবার সকাল ১১টায় দিবসটির কর্মসূচির শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান’র সভাপতিত্বে এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার দাস’র পরিচালনায় সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এ প্রতি পাদ্যকে সামনে রেখে দেশের আর্থ সামাজিক উন্নয়নে সকল শ্রেণী পেশাজীবিরা অগ্রনি ভূমিকা রাখলে দেশের উন্নয়ন করা সম্ভব। সমবায়ের মাধ্যমে সকল কর্মক্ষেত্রে সততা ও নিষ্টাবান হয়ে কাজ করলে উন্নতির শিখরে অবস্থান’র পাশাপাশি নিজেদের আত্মমর্যাদা বৃদ্ধি পায়।

বিশেষ অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আজকের এই উত্তরণ-যেখানে রয়েছে এক বন্ধুর পথ পাড়ি দেওয়ার ইতিহাস’ সরকারের রুপকল্প ২০২১বাস্তবায়নের এটি একটি বড় অর্জন। আর এটি সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। বাংলাদেশের সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে এসেছে। বাংলাদেশ ২০২১সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবুল কাশেম ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, সমবায় অফিসের পরিদর্শক মনির হোসেন, মহিলা বিষয়ক কার্যালয়ের সহকারী মোঃ শামিম আহমদ, বিআরডিভির চেয়ারম্যান মোঃ লোকমান উদ্দিন, বিআরডিভির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মকুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্য মো. আলী হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *