জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুরে পান ক্রয় করতে এসে কথাকাটাকাটির জেরদরে একপর্যায়ে সংঘর্ষে একজন আহত হয়েছেন। (২৬ এপ্রিল) রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইলিম ইদ্দিন (৩৫)। সে ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে। তিনি চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার দোকানদার মঈন উদ্দিনের ভাতিজা।
স্থানীয় সুত্রে জানা যায়, ছেড়া পান দেয়ায় দোকানদার মঈন উদ্দীনের সাথে ক্রেতা সাঈদ আলীর কথাকাটাকাটি হয় তখন স্থানিয় এলাকাবাসি তাদের সরিয়ে দেয়। একপর্যায়ে সাইদ আলী তার ভাই ময়নুল, আফতাব আলী, ইয়াকুব আলী, নজরুল, রিপন দে কে ডেকে এনে দেশিয় অ¯্র নিয়ে দোকানদার মঈন উদ্দীনের উপর হামলা চালায়। এমন পরিস্থিতি দেখে দোকানদার মঈন উদ্দীনের ভাতিজা ইলিম উদ্দিন তার চাচাকে বাচাতে এগিয়ে আসলে তার উপর অতর্কিত ভাবে হামলা চালায় এতে ইলিম গুরুতর আহত হন এবং দোকান লুটপাট করে নিয়ে যায়। বর্তমানে আলিম উদ্দিন সিলেট এমএজি ওসমানি মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।