ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান (আসাদ) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃতি সন্তান। তার পিতাঃ মোঃ তাহের আলী, মাতাঃ রোকেয়া বেগম গ্রাম সাতার গ্রাম পোষ্ট-অফিস গোয়াইনঘাট থানা গোয়াইনঘাট, জেলা সিলেট(জাতীয়তা বাংলাদেশি)।
আসাদুজ্জামান (আসাদ) কৃতিত্বের সহিত এল.এল.বি. ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর শুনে গোয়াইনঘাট উপজেলাবাসী ও দেশ বিদেশের অবস্থানরত শুভাকাঙ্ক্ষী ও বন্ধু-বান্ধরা নিজ নিজ ফেইসবুকল ও সরাসরি শুভেচ্ছা জানিয়েছেন। একজন মানুষ যখন ছাত্রজীবনে যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে তার লক্ষে পৌছাইতে সক্ষম হয় তখন শুধু সফলতা পাওয়া ব্যক্তিই আনন্দ পায় না! আনন্দ পায় তার বাবা মা,ভাইবোন ও পরিবার পরিজন বন্ধু মহল ও প্রতিবেশি স্নেহাশিস ছোট ছোট ভাইবোন গুলোও। এরই ধারাবাহিকতায় আসাদুজ্জামান (আসাদ) সফলতা অর্জন করায় পরিবার তথা বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীদের মুখে মুখে ভূয়সী প্রশংসায় ভাসছেন।
এদিকে ছাত্র নেতা আসাদুজ্জামান আসাদের এমন খবর এলাকায় চাউর হওয়ায় গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাষ্টার ইসমাঈল আলীসহ গোয়াইনঘাট উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ’র নেতাকর্মীরা পৃথক পৃথক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য ছাত্র নেতা আসাদ গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ২০০৮, গোয়াইনঘাট সরকারি কলেজ থেকে এইচ এস সি ২০১০, গোয়াইনঘাট সরকারি কলেজ থেকে বি এস এস ২০১৩ , সিলেট এম সি কলেজ থেকে এম এস এস ২০১৫, সিলেট ‘ল’ কলেজ থেকে এল এল বি ২০১৮ কৃতিত্বের সাহিত পাস করেন।
ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে ছাত্র নেতা আসাদুজ্জামান ডেইলি গোয়াইনঘাটকে জানান, মা বাবা ও ছাত্র জীবনের সকল শিক্ষা গুরুর প্রতি আমার ব্যক্তিগত তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামীতে বারহেট “ল” করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই এজন্য সবার দোয়া ও ভালোবাসা চাই।