জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের ৫ দফা দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার। অনুমোদিত চূড়ান্ত কমিটির তালিকা হস্তান্তর করে এসোসিয়েশনের ৫ দফা দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হারুন অর রশীদ ও সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান বীরু এবং সিলেট বিভাগীয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।

মঙ্গলবার (৫জানুয়ারি) বেলা দুইটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন’র কার্যালয়ে সাক্ষাত করে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের ৫ দফা দাবী সম্বলিত স্মারক লিপি হস্তান্তর করেছেন নেতৃবৃন্দরা।অপরদিকে উপজেলা পরিষদ এসোসিয়েশন’র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হারুন অর রশীদ ও সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান বীরু এবং সিলেট বিভাগীয় সভাপতি আশফাক আহমদ ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ সকল নেতৃবৃন্দ’র প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।

উপজেলা পরিষদ এসোসিয়েশন’র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার খবর চাউর হলে। গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচেতন মহল, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে মিষ্টিমুখ উল্লাস আর উদ্দীপনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *