ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বর্ণনাঢ্য আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা সদরে বর্ণনাঢ্য র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণনাঢ্য র্যলী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় গোয়াইনঘাট নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে ও উপজেলা প্রজীপ কর্মকর্তা সুশান্ত কুমার দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মো ইকবাল মিয়া, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট থানার এসআই সমীরণ দাস, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো কামাল হোসেন প্রমূখ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব বলেন, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময় কালটাকে বাংলাদেশ সরকার মুজিব বর্ষ হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে সমাগত ১৭মার্চ থেকে ।
১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের একটি অসাধারণ সময়। সেদিন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে প্রিয় স্বাধীন দেশে বঙ্গবন্ধু ফিরে এসেছিলেন। সারা বাংলাদেশ যেন হুমড়ি খেয়ে পড়েছিল সেই দিন, তেজগাঁও বিমানবন্দর ও রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধুর ফিরে আসার দিনটিকে স্মরণীয় করে রাখা হয়েছে। বিমানবন্দরে জাতির জনককে নিয়ে যে বিমানটি অবতরণ করেছিল। সেদিন সেখানে একটি উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুকে বরণ করা হয়েছিল। পরে তাঁকে সেখান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসা হয়েছিল।