নিজস্ব প্রতিনিধি গোয়াইনঘাট:- সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে জীবিকার তাগিদে চলমান বোরো ধান কাটা শেষ করে ট্রাকভর্তি ধান নিয়ে গত (২৯ এপ্ৰিল) বৃহস্পতিবার আনন্দের বার্তা নিয়ে বাড়ি ফেরার পথে সিলেটের বাইপাস এলাকায় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই মারাত্মক আহত হন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের লংপুর গ্রামের ৯জন দিনমজুর। এঘটনার সংবাদটি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক নিজ উদ্দ্যোগে আহত পরিবার গুলোর খোজ খবর নিলেও। আজ পহেলা মে জাতীয় শ্রমদিবসে শ্রমজীবী পরিবারের পাশে প্রধানমন্ত্রীর আপদকালীন ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। সহায়তাকালে গুরুতর আহত ৬জনকে ৪০০০ ( চার হাজরা) টাকা করে মোট ২৪ হাজার টাকা এবং সাধারণ আহত ৩জনকে ২০০০ হাজার টাকা করে সর্বমোট ৩০,০০০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন।অর্থ প্রাপ্তরা হলেন, মখলিছুর রহমান-পিতা-মৃত-হাসন মিয়া, লাল মিয়া-পিতা-হাসনমিয়া, আব্দুল কাদির-পিতা-আংশুকুর, মো:ফেরদৌস আহমদ-পিতা-মনফর আলী, মামুন আহমদ-পিতা-আব্দুস ছাত্তার,কামাল আহমদ-পিতা-রফিক আহমদ, আব্দুস সাত্তার-পিতা-ফুরছেদ আলী, আনোয়ার হোসেন-পিতা-আব্দুল্লাহ, রুবেল আহমদ-পিতা-হাসন আলী-সর্ব সাং লংপুর।
এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার সুলতান আলী, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ফারুক হেলাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবাস দাস, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক সালেহ আহমদ। এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার তাহমিলুর রহমান বলেন, আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রম শোষণের বিরুদ্ধে শ্রমিকের আত্মত্যাগের সংগ্রামের দিন আজ। যথাযোগ্য মর্যাদায় ‘শ্রমিক-মালিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়বো দেশ’কে প্রতিপাদ্য ধরে প্রধানমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিল থেকে আমরা তাদের (আহতদের) পাশে দাঁড়িয়েছি।
