নিজস্ব প্রতিনিধি:: সিলেটের জাফলংয়ে পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে বল্লাঘাটস্থ্য শিকদার মার্কেটে সংগঠনের এডহক কমিটির আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে ও সদস্য মফিজ রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের সদস্যদের মাঝে পরিচয় পত্র বিতরণ করেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মোঃ রতন শেখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা ইসমাইল হোসেন সুরুজ, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান, ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের এসআই জসিম উদ্দীন, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি হোসেন মিয়া, খাইরুল ইসলাম, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি রুবেল আহমেদ, শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি জয়দুল ইসলাম, জাফলং পর্যটন স্টুডিও মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, সংগঠনের সিনিয়র সদস্য মুসলিম মিয়া, শফিকুল ইসলাম বিক্রমপুরী প্রমুখ।