ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেলে উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি এলাকার আল আমিনের স্ত্রী ববিতা বেগম (২০)। সে তার স্বামীর সাথে প্রায় তিন বছর ধরে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় বসবাস করে আসছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে ববিতার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বিকেলে পরিবারের সবার অজান্তে বসতঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ববিতা আত্মহত্যা করেন। বিকেলে তাঁর স্বামী আল আমিন তাদের বসত ঘরে এসে ববিতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট-কম্পানীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি নজরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, প্রাথমিক ভাবে এটি আত্নহত্যা বলে ধারণা করছে থানা পুলিশ।
রাত সাড়ে ৮টায় এরিপোর্ট লিখা পর্যন্ত নিহত গৃহবধূ ববিতার লাশটি জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।