Uncategorized

জাফলংয়ে ভূমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৭ উভয় পক্ষের অভিযোগ দায়ের

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: গোয়াইনঘাটে ভূমির বিরোধ নিয়ে চাচাতো ভাইদের দু’টি পরিবারের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুত্বর হলে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, জাফলং লাখেরপাড় গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আমির হোসেন গংদের সাথে তার চাচাতো ভাই চৈলাখেল ৮ম খন্ড গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে সেলিম আহমদ গংদের ভূমির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় আমির হোসেন গংদের বিরুদ্ধে ন্যায্য হিস্যা বঞ্চিত মুজিবুর রহমানের ছেলে এবং অপরাপর চাচাতো ভাইয়েরা ন্যায় বিচার প্রাপ্তিতে স্থানীয় এবং আদালতে বিচার প্রত্যাশী ছিলেন স্থানীয়রা জানিয়েছেন।

এই ভূমির বিরোধের ঘটনায় দীর্ঘদিন থেকে স্থানীয় সামাজিক বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় ২২ জুন সোমবার বিরোধীয় জমি দখলসহ ঘর ও চারা রোপনের চেষ্টা করলে সেলিম আহমদ গংরা বাঁধা দেয়।

এ ঘটনায় ২টি পরিবারে উত্তেজনা চলে আসছিল।এরই সূত্র ধরে বুধবার সকাল সাড়ে ৬টায় ঘটনাস্থলে দু’টি পরিবারের সদস্যসহ নিকট আত্মীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন মৃত তবদুল আলীর ছেলে আলী হোসেন (৩০), ইউসুফ আলীর ছেলে আক্কাস আলী (২৫), ওদুদ মিয়ার ছেলে ইসমাইল আলী (৪০), মস্তফা মিয়ার ছেলে আব্দুল আজিদ (৩০), সেলিম আহমদ,শাকিল আহমদ, আব্দুর রব, এমরান আহমদ,আব্দুল হান্নান।

অপর পক্ষে আহতরা হলেন মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল জলিল, আব্দুর রহিমের স্ত্রী সুফিয়া আক্তার, আব্দুর রহিমের ছেলে আব্দুল মান্নান, মৃত আব্দুল গফুরের ছেলে আমির হোসেন, রওশনা বেগম, জয়নাল আবেদীন, রুমানা আক্তার, মিনারা বেগম। তাদের মধ্যে আলী হোসেন এবং আমির হোসেন নামীয় মারাত্মক আহত হন। বাকীদের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় সেলিম আহমদ এবং বাদশাহ্ মিয়া বাদী হয়ে পৃথক অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’টি পরিবারে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় পৃথক অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *