হোম

জাফলং ঘুরতে আসা পর্যটকদের ফিরিয়ে দিচ্ছে পুলিশ

গোয়াইনঘাট প্রতিনিধি:: করোনার সংক্রমণ রোধে দ্বিতীয় বারের মতো বন্ধ হলো সিলেটের গোয়াইনঘাট উপজেলার সবগুলো পর্যটন কেন্দ্র। আগামী দুই সপ্তাহের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক পর্যটন কেন্দ্র এবং সকল হোটেল/ পর্যটন মোটেল বন্ধ থাকবে। করোনা মোকাবেলায় জেলা প্রশাসন’র নির্দেশনা মতে দেশের অন্য জেলা হতে জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, পান্তুুমাইয়ে আগত পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করতে কাজ করে যাচ্ছে জাফলং ট্যুরিস্ট পুলিশ। করোনা সংক্রমণ ঠেকাতে সিলেটের পর্যটনকেন্দ্র গুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এমতাবস্থায় কঠোর অবস্থানে রয়েছে গোয়ানঘাট উপজেলা প্রশাসন। শনিবার (৩ এপ্রিল ) জাফলংয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকদের প্রশাসনের নির্দেশে রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, টুরিস্ট পুলিশের জাফলং সাব-জোনের ইন্সপেক্টর রতন শেখের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় চেকপোস্ট বসিয়ে পর্যটকবাহী যানবাহন আটকে দিচ্ছেন ও  জাফলং পর্যটন কেন্দ্রে ঘুরতে যেতে নিরুৎসাহিত করে তাদের ফিরিয়ে দিচ্ছেন। এ ব্যাপারে গুচ্ছগ্রাম এলাকার চেকপোস্টে কর্তব্যরত ইন্সপেক্টর রতন শেখ জানান। করোনাভাইরাস জনিত কারণে দেশের সবকটি পর্যটন স্পট বন্ধ রয়েছে। করোনাভাইরাসের কারণে সতর্কতা হিসেবে সিলেটের সব পর্যটন কেন্দ্রে পর্যটক সমাগমে ৩১ মার্চ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে এ নির্দেশনা দেয়া হয়েছে। যাতে পর্যটন কেন্দ্রগুলোতে কোন লোক সমাগম না হয়। করোনা মোকাবেলায় ১৪ই এপ্রিল পর্যন্ত সিলেটের সকল পর্যটনকেন্দ্র বন্ধসহ জেলা প্রশাসকের একাধিক নির্দেশনা রয়েছে। তারই অংশ হিসেবে আমরা পর্যটক সমাগম জাফলং বিনির্মানে এমন পদক্ষেপ গ্রহন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *