আইন-বিচার হোম

জাফলং থেকে ৫০ পিছ ইয়াবা ও নগদ টাকাসহ ব্যবসায়ী সেলিম পুলিশের খাঁচায়

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট::সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব জানান, গতকাল  ১৫জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এস.আই অজয় চন্দ্র রায় এর নেতৃত্বে সঙ্গীয় এসআই জহিরুল ইসলাম ও এএসআই মোস্তাক আহমদ উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদ পুরস্থ নিজ বসতঘর থেকে ৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৩,২৬০/- (তিন হাজার দুইশত ষাট) টাকা,সহ ফখরুল ইসলামের ছেলে মোঃ সেলিম  (২৮) গ্রেফতার করেন। অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব আরো জানান,ধৃত আসমী মোঃ সেলিমের উপর আরো ৪/৫ টি মাদক মামলা রয়েছে। উক্ত বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  মামলা দায়ের পূর্বক তাহাকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *