গোয়াইনঘাট

জাফলং নদী থেকে বালু উত্তোলন সচল রাখার দাবিতে জাফলংয়ে এলাকাবাসীর মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি::  কাজ চাই ‘ভাত চাই “মোদের দাবী একটাই”জাফলং বালু উত্তোলন সচল চাই জাফলং বালু উত্তোলন সচল চাই” এই স্লোগানে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং নদী থেকে বালু উত্তোলন সচল রাখার দাবিতে মানববন্ধন করেছে গোয়াইনঘাটের কয়েক হাজার মানুষ।বৃহস্পতিবার (২৪ আগষ্ঠ) বেলা ১২টায় আওয়ামী লীগ নেতা মোজাম্মিল হক মেনন’র সভাপতিত্বে জাফলং ব্রিজের উপর জাফলং নদী থেকে বালু উত্তোলন বন্ধ করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে। যুবনেতা কামরুল ইসলাম ও নাজিম উদ্দীন’র যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।মানববন্ধনে বক্তারা বলেন, গোয়াইনঘাটের কিছু কোচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জাফলং নদীর বালু উত্তোলন নিয়ে ষড়যন্ত্র করছে। দীর্ঘদিন থেকে সিলেটের পাথর কোয়ারি গুলো বন্ধ থাকার কারণে গোয়াইনঘাটের কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। কর্মহীন মানুষ গুলোর ঘরে দুমুঠো খাবারও নেই। এই বালু উত্তোলনের ফলে অনেক শ্রমিক তার পরিবার নিয়ে দুই মুঠো ডালভাত খেয়ে দিনাতিপাত করছে। কিন্তু একটি কুচক্রীমহল গোয়াইনঘাটের মানুষের শান্তি চায় না বলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরুপ মন্তব্যের লেখালেখি করছে। আমরা এই মানববন্ধন থেকে তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিতে চাই। এই গোয়াইনঘাটের শ্রমিক বাঁচতে চায়। বালু উত্তোলন সচল চায়। বালু উত্তোলন বন্ধ করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে গোয়াইনঘাটের কয়েক হাজার মানুষ আজ রুখে দাঁড়িয়েছে। জাফলং নদীর বালু উত্তোলন বন্ধ করে দিনমজুর শ্রমিকদের পেঠে লাত্তি মারলে শ্রমিক খেটে খাওয়া মানুষ বসে থাকবে না। একসময় আজকের এ আন্দোলন কঠোর থেকে কঠোর আন্দোলনে রুপ নিবে। মানববন্ধনে গোয়াইনঘাট উপজেলার কৃষক শ্রমিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করে জাফলং নদী থেকে বালু উত্তোলনের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *