ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে সিলেটের সীমান্তজনপদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাফলং নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) বিতরণ করেছেন জাফলং নিউজের সম্পাদক ইমরান হোসেন সুমন।
আসন্ন রমজানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে অনলাইন এ গণমাধ্যমটির সম্পাদক ও প্রকাশক মো. ইমরান হোসেন সুমন তাঁর প্রতিষ্ঠানে কর্মরত সম্পাদক মন্ডলীর পাঁচজন সদস্যের মাঝে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী ও পিপিই তুলে দেন। উপহার সামগ্রীর মাঝে রয়েছে চাল ৫০কেজি, ডাল ২কেজি, আলু ৫কেজি, পিয়াজ ৫কেজি, চিনি ২কেজি, লবন ২কেজি, রসুুুন ১কেজি, ছোলা ২কেজি, সয়াবিন ৫লিটার, পাউডার দুধ ৫০০গ্রাম, চা-পাতা ৫০০গ্রাম, হুইল সাবান ৬টা, ডিটারজেন্ট পাউডার ৫০০গ্রাম, ট্যাঙ ও টেস্টি স্যালাইন এবং করোনা সংক্রমন থেকে বাঁচতে সাং ব্যক্তিগত সুুরক্ষা পোশাক (পিপিই।
এ বিষয়ে জাফলং নিউজ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন বলেন, মফস্বলের সাংবাদিকরা অনেকটাই অবহেলিত। তারা না পায় সরকারি কোন সুযোগ সুবিধা, না পায় তাদের প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় বেতন ভাতা। কাজেই আমি মনে করি দেশের এই ক্রান্তি লগ্নে প্রতিটি গণমাধ্যম অন্তত রমজান মাসকে সামনে রেখে তাদের প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের পাশে দাঁড়ানো উচিত।