গোয়াইনঘাট সিলেট

জাফলং পরিদর্শণে ন্যাশনাল ডিফেন্স কলেজের সামরিক বাহিনীর ২৫ জন অফিসার

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ন্যাশনাল ডিফেন্স এর দেশি-বিদেশি ২৫ জন অফিসারের একটি টিম জাফলং এর বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। ২৩ মার্চ মঙ্গলবার দুপুরে National Defence college এর সামরিক বাহিনীর দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের ২৫ জন অফিসারের সমন্বয়ে একটি দল তামাবিল স্থলবন্দর ও কাস্টমস অফিস, সংগ্রাম পুন্জি ও জাফলং ভ্রমন ও পরিদর্শন করেন।এই সফরটি ছিল ট্রেনিং এর একটি অংশ। তাদের এই পরিদর্শন কালে জাফলং সাব জোনের ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ ও তার ফোর্স, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) দিলীপ নাথ, এস আই আবুল হোসেন, এন এস আই এডি এমরান হোসেনসহ বিজিবি সদস্যরা নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *