গোয়াইনঘাট হোম

জাফলং বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটের জাফলং বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২টায় জাফলং বাজার পূর্ব গলিতে এ সভা অনুষ্ঠিত হয়। জাফলং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে ও ব্যবসায়ী আমির হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন সুরুজ,মুকাদ্দস মিয়া,হাজি শহীদ,হারুনর রশিদ প্রমুখ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাজারের ব্যবসায়ী নাজিম উদ্দিন, নুরুল ইসলাম, আরিফ হোসেন, শফিকুল ইসলাম তারা,শফিকুল ইসলাম তারা, এবাদত হোসেন তরফদার, আবু হানিফ মেম্বার প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যবসায়ী মৌলভী আব্দুর রহিম। সভায় জাফলং বাজার ব্যবসায়ী সমিতির বিগত ৫বছরের আয়-ব্যয়ের হিসেব, সিসিটিভি সংযোজন, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা পাকা করণ, মাছশেড, অবকাঠামোগত উন্নয়ন, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ,বাজারের দোকানপাটের চুরি, ডাকাতিরোধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সামসুল হক। পরে সকলে সর্ব সম্মতিক্রমে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলমকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এসময় সমবেত ব্যবসায়ীসহ উপস্থিত সকলকে আগামী ৯০ কার্যদিবসের ভেতরে একটি অবাধ, সূষ্ট ও সুন্দর নির্বাচন উপহার দেয়ার ঘোষণা দেন নবনির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার সামসুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *