ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেট জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক এএসআই রাজিব রায় এবং এসআই সালাহ উদ্দিন। সিলেট জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএ এর কাছ থেকে জেলার শ্রেষ্ঠ এসআই ও এএসআই নির্বাচিত হওয়ায় আনুষ্ঠানিকভাবে তারা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেছেন।রোববার সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিতব্য মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালচনা সভায় মাদক দ্রব্য উদ্ধার, ভারতীয় বিভিন্ন ব্রান্ডের কসমেটিকসহ, ভারতীয় বিড়ি, বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ এবং মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখা ছাড়া ও বিভিন্ন অপরাধের আসামী গ্রেফতার করায় সিলেট জেলার মধ্যে শ্রেষ্ট এসআই ও এএসআই নির্বাচিত হওয়ায় সিলেট জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক কল্যান ও অপরাধ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম গোয়াইনঘাট তাদের হাতে এ সম্মাননা তুলে দেন। এছাড়াও সেপ্টেম্বর মাসে পরোয়না তামিলে প্রথম ও মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতারে সফলতাসহ সার্বিক ভাল কাজের জন্য রাজিব রায় এবং এসআই সালাহ উদ্দিনকে জেলার সেরা এসআই এবং রাজিব রায়কে সেরা এএসআই হিসাবে নির্বাচিত করা হয়েছে।
এ ব্যাপারে রাজিব রায় এবং সালাহ উদ্দিন জানান, থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ’র সঠিক নেতৃত্বের কারণে এবং গোয়াইনঘাটবাসীর ঐকান্তিকতার ফল স্বরুপ এ সম্মাননা পেয়েছি। উপজেলাবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে সকল প্রকার অপরাধ নির্মূলে আরোও নিরংকুশ দায়িত্ব পালনে অপরাপর সহকর্মীরাও উদ্বুদ্ধ হবে। একটা সময় বাংলাদেশের মধ্যে এ উপজেলা সকল প্রকার অপরাধ মুক্ত উপজেলায় পরিনত হবে ইনশাআল্লাহ।