গোয়াইনঘাট প্রতিনিধি:: আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ডৌবাড়ী ইউনিয়নের মোছাঃ মরিয়ম বেগম এবং জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য তামান্না নাজমুল হেনা।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা নির্বাচন অফিসের গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সাইদুর রহমান’র নিকট জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসন-৪নং ওয়ার্ড জৈন্তাপুর -গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ উপজেলা ও খাদিম পাড়া ইউনিয়ন (সদর উপজেলা) বড় চতুল ইউনিয়ন, লক্ষিপ্রাশাদ পশ্চিম ইউনিয়ন কানাইঘাট উপজেলা এর মহিলা সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এ প্রার্থীদ্বয়।
মনোনয়ন দাখিলকালে এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগে সভাপতি ভিপি শামিম আহমদ, জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, মহিউদ্দিন মহি, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, জেলা তাঁতী লীগের দপ্তর সম্পাদক আলাজুর রহমান, নন্দিরগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আমিনুর রশিদ শামীম, কোম্পানিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীহের নেতৃবৃন্দ ও সংরক্ষিত মহিলা সদস্য সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এসময় প্রার্থীরা সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
