জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুরে উপজেলার মোকামপুঞ্জি খাসিয়া পল্লী’র ক্ষুদ্র-নৃত্তাত্বিক জনগোষ্ঠী ও শ্রীপুর চা-বাগান এলাকায় চা-শ্রমিক জনগোষ্ঠী এবং হরিপুর কর্মহীন গৃহবন্দি জনগনের মাঝে ১৩ এপ্রিল সোমবার বিকালে সিলেট জেলা পুলিশ কল্যাণ তহবিল থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম), এডিশনাল এসপি মাহবুবুল অালম, এডিশনাল এসপি মিডিয়া লুৎফুর রহমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক ও অফিসার ইনচার্জ ওমর ফারুক সহ টিম জৈন্তাপুরে সদস্যরা উপস্থিত ছিলেন ৷

সহায়তা বিতরণ কালে সিলেটের এসপি ফরিদ উদ্দিন বলেন, বিশ্ব ব্যাপি করোনা ভাইরাসের কারনে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন পর্যায়ের দৈনন্দিন কর্মজীবি মানুষজনেরা কর্মহীন হয়ে দিনযাপন করছে ৷ এছাড়া পুলিশ করোনা ভাইরাস মোকাবেলায় সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে ৷ এমন পরিস্থিতি বৃহত জন গোষ্টির একটি বিবাট অংশ শ্রমজীবি৷ বাংলাদেশ সরকার এ ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা করে যাচ্ছে ৷ আমরা সরকারের পাশাপাশি কিছুটা হলেও প্রন্তিক শ্রমজীবিদের খোঁজে বের করে এবং গৃহ বন্দি অবস্থায় যারা আছেন তাদের খোঁজে বের করে আমরা তাদের দোয়ারে সহায়তা পৌছে দিতেছি ৷ আমাদের এই সহায়তা অব্যহত থাকবে ৷ তিনি আরও বলেন এ অঞ্চলে অনেকের সামর্থ আছে আমি তাদের প্রতি অনুরোধ করব আপনি শ্রমজীবিদের পাশে দাঁড়ান ৷