জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলা দরবস্ত বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ব্যাংকের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। ইসলামীক শরি’আহ মোতাবেক পরিচালিত বাংলাদেশের ১ম ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ সিলেট জোন এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জেলার জোন প্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহ সভাপত্তিত্বে ও জাকির হুসাইন এর সঞ্চলনায় বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরি তোফায়েল, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আবু হানিফ মিয়া, জৈন্তা ডি এস মাদ্রাসার সাবেক সুপার মাওলানা উসমান গনি, বারহাল আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নেসার আহমদ, উপ-পরিচালক জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউট ও মিডিয়া প্রশিক্ষক মোহাম্মদ আবু সাদেক, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বেলাল।
৩০ শে ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় দরবস্ত বাজারের মুহিবুর রহমান মার্কেটের এজেন্ট ইজি পে সলিউশন্স (ইপিএস) এর আনুষ্ঠানিক যাত্রাকালে আরো উপস্থিত ছিলেন আব্দুস সবুর, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মামুনুর রশিদ, সামসুল হক, নুরুল আমিন, দরবস্ত বাজার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাকিং আউটলেট শাখার প্রোপাইটর আবু মাহমুদ, দরবস্ত বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল মতিন, নুরুল হক, আব্দুল খালিক সহ সাংবাদিক ,স্থানীয় ব্যবসায়ী , পেশাজীবী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।