জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউপি’র চার্জসীট ভূক্ত আসামী ও ইউপি সদস্যদের বরখান্ত করার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব’র নিকট ৯ ফেব্রুয়ারী ২০২০ইং জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: হাজির আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ইং সনের ১৭ই মে জৈন্তাপুর মডেল থানায় ভিজিএফ চাল আতœসাৎ এর দায়ে একটি মামলায় অভিযুক্ত হন ইউপি সচিব সহ ৩নং ৪নং ৫নং ৬নং ৭নং ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্যগণ এবং মামলাটির প্রধান আসামী ইউপি সচিব দুখু মহাপাত্রকে গত ০৭ অক্টোবর ১৮ইং জেলা প্রশাসক সিলেট কার্যলয় হতে সাময়িক বরখাস্ত করা হয়, বর্তমানে বরখাস্ত বলবৎ রয়েছে। অন্য অভিযুক্তরা তাদের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন এবং সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন। শুধুমাত্র উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সভাপতি হতে বিরত রাখা হলেও সকল সুবিধা অভিযুক্ত হয়েও নিচ্ছেন অভিযুক্তরা।
তাদের বিরোদ্ধে স্থানীয় সরকার দ্রুত ব্যবস্থা গ্রহন করতে ইউপি সদস্য হাজির আলী এ অভিযোগটি দাখিল করেছেন বলে প্রতিবেদককে বলেন, তিনি আরো বলেন ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল বিদেশ ভ্রমনে চলে যাবেন কিছু দিনের মধ্যে এর জন্য একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর কাছে দায়িত্ব হস্তান্তরের নিয়ম রয়েছে। প্যানেল চেয়ারম্যান ১ হিসেবে রয়েছেন অভিযুক্ত মো: জমশেদ আলী আইন মোতাবেক তিনি এ পদে যোগ্য নয় কিভাবে উনার কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হবে তা আমার বোধগম্য নয়।