নিজস্ব প্রতিবেদক:: নিজের ভূগ দখলিয় মালিকানাধীন ভূমি নিয়ে বিবাদী গনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে না নেয়ায় সমাজচ্যুত করা হয়েছে বলে উপজেলা নিবার্হী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেন জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলা বাড়ি এলাকার (অব:) পুলিশ কর্মকর্তা আলী আজমের স্ত্রী মোর্শেদা বেগম।
অভিযোগ সূত্রে জানাযায়, নিজের ভূগ দখলিয় মালিকানাধীন ভূমি নিয়ে সৎ ভাশুর (স্বামীর ভাই) আলী আশরাফ সহ গ্রামের কয়েকজন ব্যক্তি মসজিদ ও প্রাইমারী স্কুলের ভূমি দাবী করে বিগত কয়েক বছর থেকে নানা ভাবে মোর্শেদা বেগম এর পরিবারকে হয়রানি করে আসছে। এ নিয়ে গ্রাম পঞ্চায়েতও কোনো সুরাহা করতে পারেনি। বিদায় জায়গাটি নিয়ে বর্তমানে মহামান্য হাইকোর্টে ফাস্ট আপিল নং ১৭৯/২০১৯ ইং ফাস্ট আপিল টেন্ডার নং ২১০/২০১৯ ইং মামলাটি বিচারাধীন আছে।
সম্প্রতি বিবাদী পক্ষের লোকেরা জমি দখল করতে এসে বাড়ির গাছপালা ও বসত ঘরের বেড়া ভেঙ্গে ফেলে এবং ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করে দেয়। এ ঘটনার পর মোর্শেদা বেগম বাদি হয়ে আলী আশরাফ গংদের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন যার নং ৬/৮৫। এরপর আলী আশরাফ গংদের দ্বারা প্রভাবিত এলাকার মুরব্বিরা এক জোট হয়ে তাকে মামলা তুলে না নিলে সমাজচ্যুত করার হুমকি প্রদান করেন। পরবর্তীতে মামলা তুলে না নেয়ায় তাদের সমাজচ্যুত (একঘরে) করে রাখা হয় বলে অভিযোগ করা হয়। তবে সমাজচ্যুত করার বিষয়টি অস্বীকার করেছেন গ্রামের লোকজন।
এসব ঘটনার বিষয়ে সঠিক তদন্তের জন্য গত ২০ নভেম্বর ২০১৯ তারিখে ন্যায় বিচার চেয়ে উপজেলা নিবার্হী অফিসার মৌরীন করিম এর নিকট একটি লিখিত আবেদন করেন মোর্শেদা বেগম। যার ডকেট নং-৬২৮৬।
উপজেলা নিবার্হী অফিসার মৌরীন করিম জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)‘র নিকট আবেদনটি প্রেরণ করেছেন।